ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে শতবর্ষী মাকে রাস্তার পাশে ফেলে ফিরে গেল মেয়ে

প্রকাশিত: ০০:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

মাদারীপুরে শতবর্ষী মাকে রাস্তার পাশে ফেলে ফিরে গেল মেয়ে

সুবল বিশ্বাস, মাদারীপুর ॥ ঢাকার নিজের বাসা থেকে এনে মাদারীপুরের শিবচরে প্রায় শতবর্ষী বৃদ্ধ মাকে রাস্তার পাশে ফেলে আবার ঢাকায় ফিরে গেছে নিজের মেয়ে পার্বতী রানী ম-ল। ক্ষুধা-তৃষ্ণায় কাতরাতে দেখে আনোয়ার নামের এক ভ্যানচালক তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়। পরেরদিন বৃদ্ধের দেয়া ঠিকানায় তার এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেয়। বর্তমানে নাতনির বাড়িতে আপাতত আশ্রয় হয়েছে সহায়সম্বলহীন বৃদ্ধ শ্যামপ্রিয় বৈরাগীর। শ্যামপ্রিয় বৈরাগী ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামের মৃত রাজমোহন বৈরাগীর স্ত্রী শ্যামপ্রিয় বৈরাগী। শ্যামপ্রিয় বৈরাগী, মেয়ে পার্বতী, সরস্বতী, ছেলে কুমোদ বৈরাগী, সত্য বৈরাগী ও নিত্য বৈরাগীকে রেখে প্রায় ৩০ বছর আগে রাজমোহন বৈরাগী মারা যান। সেই থেকে ২ মেয়ে ও ৩ ছেলেকে নিয়েই ছিলেন শ্যামপ্রিয় বৈরাগী। ৩ ছেলের মধ্যে বড় ছেলে কুমোদ বৈরাগী ১৯ বছর আগে মারা যায়। মেঝো ছেলে সত্য বৈরাগী কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছেন। ঢাকাতে স্ত্রীর উপার্জনের টাকায় কোনমতে চিকিৎসা চলছে তার। ছোট ছেলে নিত্য বৈরাগী কলকাতায় পাড়ি দিয়ে নিরুদ্দেশ আছেন বহু বছর ধরে। ছোট মেয়ে সরস্বতী বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে কলকাতায় থাকেন। তার সঙ্গেও পরিবারের তেমন যোগাযোগ নেই। আর শ্যামপ্রিয় বৈরাগীর বড় মেয়ে পার্বতী ম-ল ঢাকার আগারগাঁও থানার তালুকদার রোড এলাকার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্বামীর সঙ্গে বসবাস করেন।
×