ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দুপুরে আবুল মকসুদের মরদেহ যাবে প্রেসক্লাবে, বিকেলে শহীদ মিনারে

প্রকাশিত: ১২:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১

দুপুরে আবুল মকসুদের মরদেহ যাবে প্রেসক্লাবে, বিকেলে শহীদ মিনারে

অনলাইন ডেস্ক ॥ সাংবাদিক-কলামিস্ট, গবেষক ও নাগরিক আন্দোলনের নেতা সদ্যপ্রয়াত সৈয়দ আবুল মকসুদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। জাতীয় প্রেসক্লাব থেকে বেলা ৩টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের জনগনের শ্রদ্ধা নিবেদনের পর বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। আবুল মকসুদের পরিবারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য,গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আবুল মকসুদ। তাঁর ছেলে সৈয়দ নাসিফ মকসুদ সাংবাদিকদের বলেন, 'বিকেলে বাবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে আমরা তত্ক্ষণিকভাবে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সোয়া ৭টার দিকে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।'
×