ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

‘ভারত নিয়ে এলার্জি থাকলে অন্য টিকার জন্য অপেক্ষা করুন’

প্রকাশিত: ০০:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২১

‘ভারত নিয়ে এলার্জি থাকলে অন্য টিকার জন্য অপেক্ষা করুন’

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, যাদের ভারত নিয়ে এলার্জি আছে তারা টিকা না নিক। ভারত নিয়ে এলার্জি থাকলে তারা অন্য টিকার জন্য অপেক্ষা করুক। অথবা অন্য কোথায় টিকা আছে, সেখানে গিয়ে টিকা নিয়ে আসুক। যারা বিরোধিতা করছে এটা হলো রাজনীতি, ভারতের বিরোধিতা করতে হবে এটাই তাদের রাজনীতি। বুধবার মোবাইল ফোনে জবি উপাচার্য ড. মীজানুর রহমান আরও বলেন, আমি রেজিস্ট্রেশন করেছি, আগামীকাল (বৃহস্পতিবার) টিকা নেয়ার সম্ভাবনা আছে। কাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু মেডিক্যালে যাব। যদি আমাকে রেজিস্ট্রেশন অনুযায়ী দিয়ে দেয় তাহলে কালকে হয়তো নেব। কাল যদি সুযোগ থাকে তাহলে টিকা নেব। জবির নতুন ক্যাম্পাসের ডিজিটাল সার্ভে নক্সা প্রণয়ন ॥ জবির নতুন ক্যাম্পাসের অধিগ্রহণকৃত ভূমির ডিজিটাল সার্ভে নক্সা প্রণয়ন করা হয়েছে। বুধবার উক্ত নক্সা উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয় এবং ড্রোনের মাধ্যমে সম্পাদিত জরিপ কাজের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপাচার্যের সভাকক্ষে প্রদর্শন করা হয়।
×