ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওরা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধ্বংস করতে চায় ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০১:১৭, ১৫ জানুয়ারি ২০২১

ওরা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধ্বংস করতে চায় ॥ কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কৃষিমন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক এমপি বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে চায় তারা আসলে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন। আমরা তার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ’৭১-এ বাংলাদেশকে স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা। একই লক্ষ্য নিয়ে তারা এখন ধর্মকে ব্যবহার করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমি তাদের হুঁশিয়ার করে বলতে চাই, মুক্তিযুদ্ধের পরাজিতরা তাদের লক্ষ্য অর্জনে সফল হবে না। আমরা ’৭১-এর মুক্তিযুদ্ধের মতো তাদেরও পরাজিত করব, বাংলার মাটি থেকে তাদের চিরতরে নির্মূল ও উৎখাত করব। কৃষিমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৯-২০-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ মেজবাহুল ইসলাম। ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন এমিরেটাস প্রফেসর কৃষি মন্ত্রণালয়ের এপিএপুলের সদস্য ড. এমএ সাত্তার ম-ল, বাংলাদেশ কৃৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোঃ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, ফাও (এফএও) প্রতিনিধি বরার্ট ডি ম্যাম্পসন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম। কর্মশালায় ‘গবেষণা অগ্রগতি ও অর্জন ২০১৯-২০’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. কৃষ্ণপদ হালদার। ব্রি’র মহাপরিচালক জানান, গত দুইবছরে মোট ১১টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এ নিয়ে ব্রি উদ্ভাবিত মোট ধান জাতের সংখ্যা হলো ১০৫টি। এরমধ্যে কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সম্পন্ন ধানের জাত রয়েছে। সম্প্রতি ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাতগুলো হলো ব্রি ধান৯০, ব্রি ধান৯১, ব্রি ধান৯২, ব্রি ধান৯৩, ব্রি ধান৯৪, ব্রি ধান৯৫, ব্রি ধান৯৬, ব্রি ধান৯৭, ব্রি ধান৯৮ ও ব্রি ধান৯৯।
×