ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোহম্মদপুরে মীনা সুইটসকে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৯:৪৪, ১৪ জানুয়ারি ২০২১

মোহম্মদপুরে মীনা সুইটসকে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ গোডাউনে নোংরা পরিবেশ ও তেলাপোকার বিচরন করার অপরাধে রাজধানীর মোহম্মদপুরে মীনা সুইটসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় রামচন্দ্র পুর বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতে সেখানে অভিযান চালিয়ে এই জরিমান করা হয়। ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল জানান, অভিযানকালে মীনা সুইটস ফ্যাক্টরিতে যথাযথ লেবেলবিহীন বিভিন্ন উপকরণ দিয়ে মিষ্টি ও বেকারি খাবার প্রস্তুত করতে দেখা যায়। গোডাউন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতিসহ তেলাপোকার বিচরণ লক্ষ্য করা যায়। নিম্নমানের খেজুর পাওয়া যায়। রেফ্রিজারেটরে অর্ধ প্রসেসকৃত সিঙ্গারা এর সাথে কাঁচা সবজি সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া মানুষের খাদ্যের অনুপযোগী রং ও ফ্লেভার পাওয়া যায়, একইসাথে কিছু মেয়াদউত্তীর্ণ ফুড এডিটিভ ও অননুমোদিত ক্যামিকেল জব্দ করা হয়। এ সকল অপরাধে মীনা সুইটস কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৪ লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় এবং জব্দকৃত অস্বাস্থ্যকর রং ও অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়। মীনা সুইটস কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনুমোদিত আমদানিকারক কর্তৃক আমদানিকৃত লেবেলযুক্ত ফুড এডিটিভ যাচাই করে ক্রয় ও ব্যবহারের নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
×