ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষাবিদ অধ্যাপক আতফুল হাইয়ের ইন্তেকাল

প্রকাশিত: ০০:৪৪, ৩০ ডিসেম্বর ২০২০

শিক্ষাবিদ অধ্যাপক আতফুল হাইয়ের ইন্তেকাল

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলী (৭৭) মঙ্গলবার ঢাকার বেসরকারী একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। ড. আতফুল হাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের ভগ্নিপতি। খবর বাংলানিউজের। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অধ্যাপক আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। রাবি থেকে তিনি অবসর নেন ২০০৮ সালে। আতফুল হাই শিবলী ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। অধ্যাপক আতফুল হাই শিবলীর পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রাম। আতফুল হাই শিবলীর স্ত্রী নাজিয়া খাতুন রাবির নার্সারি স্কুল এ্যান্ড কলেজ এবং ঢাকা উইমেন কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। বর্তমানে বেসরকারী সংস্থা ব্র্যাকের অধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত। তার ছেলে শাকির যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এর আগে গত ২৮ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আরেক ভগ্নিপতি বজলুন নুর মারা যান। তিনি তৎকালীন পাকিস্তান তথ্য সার্ভিসের সদস্য ছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর বোন ছিলেন বজলুন নুরের প্রথম স্ত্রী। মুক্তিযুদ্ধ চলাকালীন পররাষ্ট্রমন্ত্রীর বোন মারা যান।
×