ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীল দলের প্যানেল চূড়ান্ত, নির্বাচনে যাবে না সাদা

প্রকাশিত: ০০:২৫, ১৮ ডিসেম্বর ২০২০

নীল দলের প্যানেল চূড়ান্ত, নির্বাচনে যাবে না সাদা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ করোনাভাইরাস মহামারীর কারণে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এদিকে সাদা দল নির্বাচন না গেলে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ইতোমধ্যে তাদের প্যানেল চূড়ান্ত করেছে। নীল দল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ, সহসভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভুইয়া, যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম এবং কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মোঃ আকরাম হোসেন। এছাড়া সদস্য পদে লড়বেন অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. নিসার হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন। এদিকে করোনাভাইরাস পরিস্থিতিসহ পাঁচটি কারণে শিক্ষক সমিতির নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় সাদা দল। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। নির্বাচনে অংশ না নেয়ার পাঁচটি কারণ উল্লেখ করে সাদা দল। এগুলো হলো- ১)করোনাভাইরাস ঝুঁকি এড়ানোর জন্য সঙ্গত কারণেই অনেক শিক্ষক হয়ত ভোট প্রদান করতে আসবেন না। এটি হলে প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হবে। ২) স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কাজ পরিপূর্ণভাবে চালু না থাকা অবস্থায় শিক্ষক সমিতির নির্বাচন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মনে আমাদের সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দেবে। ৩) ঢাবি সিনেটে শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফাইন্যান্স কমিটি এবং অনুষদসমূহের ডিনদের মেয়াদকাল শেষ হলেও কর্তৃপক্ষ নির্বাচনের উদ্যোগ নেয়নি। ৪) ডাকসুর মেয়াদকাল শেষ হওয়ার পরও নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। ৫) একাডেমিক কাউন্সিলের সম্প্রতি গৃহীত সিদ্ধান্তে পরীক্ষা গ্রহণের ব্যাপারেও অনেক স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। হলসমূহ এখনও খুলে দেয়া সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের সমাগম নিয়ন্ত্রণে যেখানে পদক্ষেপ নেয়া হচ্ছে, সেখানে শিক্ষকদের সমাগম কোনভাবেই যৌক্তিক নয়। সাদা দলের সিদ্ধান্তের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে নীলদলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা না করা তাদের গণতান্ত্রিক অধিকার। এ নিয়ে আমাদের বা অন্য কারো বলার কিছু নেই। নীল দল নির্বাচনে যাবেই। নীল দল দেশের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন এবং সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে নির্বাচনে যাবে। নীল দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। সুতরাং নীল দল নির্বাচনে যাবে এটাই স্বাভাবিক। নীল দল এমন দেউলিয়া হয়ে যায়নি যে নির্বাচনে যাবে না। নির্বাচন পরিচালক অধ্যাপক জাকির হোসেন ভূইয়া বলেন, আমি এখানে মন্তব্য করার কেউ নই। আমাকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী যেভাবে করার সেভাবে করব।
×