ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাস্ক ব্যবহার কমাতে পারে সংক্রমণ

প্রকাশিত: ২৩:৩১, ২৪ নভেম্বর ২০২০

মাস্ক ব্যবহার কমাতে পারে সংক্রমণ

স্টাফ রিপোর্টার ॥ সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেন শুরু হয়েছে। সোমবার করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (ডাঃ) জুলফিকার আহমেদ আমিন। এ সময় তিনি বলেন, ‘এই মুহূর্তে মাস্ক ছাড়া আমাদের বিকল্প নেই। তাই মাস্ক ব্যবহার অপরিহার্য। মাস্ক ছাড়া কেউ সেবা নিতে এলে তাকে সেবা দেয়া হবে না। মাস্ক ব্যবহারে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে উদ্বুুদ্ধ হতে হবে।’ এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। তিনি বলেন, ‘করোনা মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সচেতনতা। সবাই যদি মাস্ক ব্যবহার করেন তবে করোনার সংক্রমণ অনেক কমে যাবে। করোনা মোকাবেলায় সচেতনতামূলক ক্যাম্পেন অত্যন্ত জরুরী। তাই প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’। ক্যাম্পেনে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ ডাঃ শেখ মোঃ নুর-ই-আলম ডিউ ও সহকারী পরিচালক (হাসপাতাল) ডাঃ পবিত্র কুমার দেবনাথ। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সুচিন্তা স্টুডেন্ট উইং’র কর্মীরা হাসপাতালে বহিঃবিভাগে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শীত মৌসুমে এই ভাইরাসের দ্বিতীয় পর্যায়েও ঢেউ আসার আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতোমধ্যে বিভিন্ন দেশ করোনার দ্বিতীয় ছোবলে আক্রান্ত। বিশ^ স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবেলা করা সম্ভব না হলে তৃতীয় ঢেউয়ের আঘাত আরও কঠিন হতে পারে। এমনিতেই বিশে^র অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞই দ্বিতীয় ঢেউকে মারাত্মক হিসেবে দেখছেন। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরও কঠোর হতে নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। অনির্ধারিত আলোচনায় আবারও মাস্কের বিষয়টা খুব স্ট্রংলি আসছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন এবং গত সাতদিন ধরে জানাচ্ছেন যে তারা ম্যাসিভলি জরিমানা করছেন। গতকাল কয়েক হাজার লোককে জরিমানা করা হয়েছে। আমরা বলেছি আরও এক সপ্তাহ দেখতে, মানুষকে আরও মোটিভেশন কর। তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। স্ট্রং পানিশমেন্ট কী হবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, হয়ত জরিমানা বাড়তে পারে। হয়ত এক হাজার টাকা, ৫শ’ টাকা জরিমানা করছে, সেটা পাঁচ হাজার টাকা করে দিল। এ রকম আমরা আরেকটু স্ট্রং ওয়েতে যেতে বলেছি। যারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন সঙ্গে মাস্কও নিয়ে যাবেন যাতে মানুষকে জরিমানা করার সঙ্গে দিয়ে দেয়া যায়।
×