ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নকল জর্দা তৈরি বন্ধের দাবি

প্রকাশিত: ২১:৩৩, ২৪ নভেম্বর ২০২০

নকল জর্দা তৈরি বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৩ নবেম্বর ॥ সোমবার দুপুরে শাহজাদপুর গঙ্গা প্রসাদ এলাকায় অবস্থিত তৃপ্তি জর্দা ফ্যাক্টরিতে তৃপ্তি জর্দা ফ্যাক্টরির ব্র্যান্ডের গোলাপি নকল জর্দা তৈরি প্রতিরোধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃপ্তি জর্দা ফ্যাক্টরির স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন শামীম এ সাংবাদিক সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন শামীম সাংবাদিকদের বলেন, ৬ মাস ধরে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃপ্তি জর্দা ফ্যাক্টরির ব্র্যান্ড গোলাপি জর্দার হুবহু নকল গোলাপী জর্দা তৈরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাত করছে কিছু অসাধু ব্যবসায়ী। তিনি বলেন, তৃপ্তি জর্দা ফ্যাক্টরি শাহজাদপুর, সিরাজগঞ্জের পণ্য গোলাপি জর্দার ডিজাইন, ট্রেডমার্ক, নাম- ঠিকানা হুবহু নকল করে বাজারজাত করে আসছে।
×