ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ঘর পাচ্ছেন ৩১৯ গৃহহীন পরিবার

প্রকাশিত: ২১:০৯, ২০ নভেম্বর ২০২০

নীলফামারীতে ঘর পাচ্ছেন ৩১৯ গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেতে যাচ্ছে ৩১৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে জেলার চারটি উপজেলার ৫ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে খাস জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে তাদের। এর মধ্যে নীলফামারী সদরে ৭৫টি, জলঢাকা উপজেলায় ১২০টি, কিশোরীগঞ্জ উপজেলায় ১০০টি ও সৈয়দপুর উপজেলা ২৪টি। বৃহস্পতিবার দুপুরে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাছারীপাড়ায় ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবুল, শাপলা বেগম, কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম প্রমুখ।
×