ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশীকে অপহরণ, গ্রেফতার ৩

প্রকাশিত: ২৩:০৫, ৫ নভেম্বর ২০২০

মালয়েশিয়ায় বাংলাদেশীকে অপহরণ, গ্রেফতার ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ায় বাংলাদেশীকে অপহরণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজনই বাংলাদেশের নাগরিক। খবর অনলাইনের। জানা গেছে, গত ২ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ৮টার (স্থানীয় সময়) দিকে চারজন লোক একটি সাদা (ইসুজু ডি ম্যাক্স) গাড়িতে করে এ্যাপার্টমেন্ট পাংসাপুরি প্রেমাই-সেকশন-৩ এর সামনে এসে দাঁড়ায়। গাড়িতে থাকা চার বাংলাদেশি নেমে আলী আরশাদ নামের এক শ্রমিককে প্রথমে কাজের কথা বলে গাড়িতে তোলার চেষ্টা করে। আরশাদ গাড়িতে যেতে না চাইলে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে পার্শ্ববর্তী নার্সারির জঙ্গলের ভেতরে একটা ঘরে নিয়ে আটকে রাখে। সেখানে অপহরণকারীরা আলী আরশাদের হাত মোটা রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর লোহার শেকল দিয়ে পা বেঁধে পাশবিক নির্যাতন চালায় তার ওপর। নির্যাতনের সময় আলী আরশাদের প্যান্টের পকেট থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ইমো এ্যাপসের মাধ্যমে ভিডিও কল দিয়ে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে ৩০ হাজার রিঙ্গিত (বাংলাদেশী টাকায় ৬ লাখ) মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। নির্যাতনের দৃশ্য দেখে অসহায়ত্ব প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে দুদিনের সময় চাওয়া হয় অপহরণকারীদের কাছে। এদিকে ওই রাতেই আলী আরশাদের অপহরণের খবর পেয়ে যান মালয়েশিয়ায় থাকা বাংলাদেশী ব্যবসায়ী ইমাম হাজারী। খবর পাওয়ার কিছুক্ষণ পর ব্যবসায়ী ইমাম হাজারীর হোয়াটসএ্যাপে অপহৃত আলী আরশাদের ছবি পাঠিয়ে একজন সহযোগিতা চান। পরদিন সকালে দামানছারা থানায় (বালাই) হাজারী একটি মামলা দায়ের করেন। ইমাম হাজারীর করা মামলার সূত্র ধরে ৩ নবেম্বর বিকেল ৫টায় অপহরণের শিকার হওয়া আলী আরশাদকে উদ্ধার করা হয়। একইসঙ্গে ৩ বাংলাদেশীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো- ফারুক (কুমিল্লা), নুরুন্নবী (কুমিল্লা), বিপ্লব কুমার (যশোর)। দামানছারা থানার পুলিশ ইন্সপেক্টর এ্যাডাম বলেন, এর সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তাদেরও দ্রুত গ্রেফতার করা হবে।
×