ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই ॥ মান্না

প্রকাশিত: ২৩:০৫, ৫ নভেম্বর ২০২০

সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই ॥ মান্না

স্টাফ রিপোর্টার ॥ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও সাবেক আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, এ সরকারকে কেউ অধিকারও দেয়নি। তারাই ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে ভোটচুরি করে ক্ষমতায় এসেছে। সেই থেকে দেশে ডাকাতদের রাজত্ব চলছে। বুধবার গণতন্ত্র ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ ও জনজীবনের নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থান ছাড়া মানুষের মুক্তি হবে না মন্তব্য করে নাগরিক ঐক্যের এই শরিক নেতা মান্না বলেন, আওয়ামী লীগ এখন জুয়াড়ি ও ধর্ষকের দল। ক্যাসিনো স¤্রাট ও পাপিয়াদের দল। গণতান্ত্রিক দলের তকমা হারিয়েছে আওয়ামী লীগ। এ বেহায়া, স্বৈরাচার সরকারকে বিদায়ে গণঅভ্যুথানই একমাত্র পথ। মাহমুদুর রহমান মান্না বলেন, পাপ বাপকে ছাড়ে না। যারা জনগণের ভোট চুরি করে, আসুন শপথ নেই, এ পাপিদের ছাড়ব না। তিনি বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার বললেন, বিরোধী দল যত নাড়াচাড়া করে, আমি তত মাটিতে বসে যাই। তিনি বিরোধী দল সম্পর্কে উপহাস করলেন। তিনি বললেন, একশ্রেণী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন। প্রধানমন্ত্রী বললেন, তাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে টাকা দিয়ে কেনা যায়। টাকা দিয়ে যে দলের নেতাদের কেনা যায়, ওই দলের নেতারা কিভাবে দেশ চালাতে পারে।
×