ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলছে নয় ফেরি ॥ কমে আসছে যানজট

প্রকাশিত: ২১:৩৮, ৪ নভেম্বর ২০২০

চলছে নয় ফেরি ॥ কমে আসছে যানজট

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ নবেম্বর ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফেরি চলাচল। এ নৌপথে ডাম্বসহ ৯ ফেরি চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ৪ ডাম্ব ও ৫ কেটাইপ ফেরি চলছে। ফেরিগুলো জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে চলাচল করছে। এতে পারাপারে আগের চেয়ে প্রায় আধ ঘণ্টা সময় বেশি ব্যয় হচ্ছে। ফেরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উভয় ঘাটে যানজট কমে আসছে। জানা গেছে, নাব্য সঙ্কটে দীর্ঘদিন ধরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল অচলাবস্থা সৃষ্টি হয়। দীর্ঘ ২২ দিন কখনও বন্ধ, আবার সীমিত আকারে চলাচল থাকার পর শনিবার সকাল থেকে জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে পরীক্ষামূলকভাবে কেটাইপ ফেরি কুমিল্লা, ফরিদপুর, কাকলী, কর্ণফুলীসহ ৫টি ফেরি চালু করে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে ডাম্ব ফেরি চলাচল শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে ফেরি ক্যামেলিয়াও চলাচল করছে। তবে ফেরিগুলো ধারণ ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে নতুন চ্যানেল দিয়ে চলাচল করায় আগের চেয়ে প্রায় আধাঘণ্টা সময় বেশি লাগছে। ২২ দিন পর দিনের বেলা সীমিত আকারে ফেরি চলাচল করলেও সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখা হতো। তবে রবিবার সন্ধ্যার পর থেকে রাতে ২/৩টি ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ। রাতে চলাচলকারী ফেরিগুলো অধিক সতর্কতা অবলম্বন করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ম্যানেজার জামিল হোসেন বলেন, ‘রবিবার ও সোমবার রাতভর ২/৩টি কেটাইপ ফেরি সতর্কতার সাথে চলাচল করেছে। মঙ্গলবার সকাল থেকে ৪টি ডাম্ব ফেরিসহ ৯টি ফেরি চলাচল করছে।
×