ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্গালুরুকে হারিয়ে শেষ চারে দিল্লী

প্রকাশিত: ০০:৫২, ৩ নভেম্বর ২০২০

ব্যাঙ্গালুরুকে হারিয়ে শেষ চারে দিল্লী

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে দিল্লী ক্যাপিটালস। সোমবার ব্যাঙ্গালুরুকে ছয় উইকেটে হারিয়েছে দিল্লী। এই জয়ের ফলে দ্বিতীয় অবস্থানে উঠে গেল দলটি। কোয়ালিফায়ারে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লী ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৫২ রান, হারায় সাতটি উইকেট। ব্যাঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ৫০ রান (৪১ বল) করেন দেবদূত পারিক্কেল। এছাড়া এবি ডি ভিলিয়ার্স ৩৫ (২১ বল) ও বিরাট কোহলি করেন ২৯ রান। দিল্লী ক্যাপিটালসের এনরিক নর্টজে তিনটি এবং কাগিসো রাবাদা দুটি করে উইকেট লাভ করেন। দিল্লী ক্যাপিটালস ১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামে। এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেন দিল্লীর ব্যাটসম্যানরা। ১৯ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে দিল্লী। ছয় উইকেটের জয় পায় তারা। দিল্লীর পক্ষে আজিঙ্কা রাহানে ৬০ (৪৬ বল) ও শিখর ধাওয়ান ৫০ (৪১ বল) রান করেন। ব্যাঙ্গালুরুর শাহবাজ আহমেদ চার ওভার বল করে ২৬ রান দিয়ে দুটি উইকেট লাভ করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দিল্লীর এনরিক নর্টজে।
×