ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জন্মগত সমস্যা

প্রকাশিত: ২১:৪৮, ২ নভেম্বর ২০২০

জন্মগত সমস্যা

অনেক সময় বাচ্চার মা অভিযোগ করে, তার বাচ্চা নাক দিয়ে শ্বাস নেয়ার সময় গোঁ গোঁ শব্দ করে। শব্দটা চিৎ হয়ে ঘুমালে বাড়ে, কাঁদলে বাড়ে, শ্বাসের অসুখ হলে বাড়ে। * শীল মাছের মতন এই শব্দকে আমরা ‘ল্যারিঙ্গোম্যালেশিয়া’ বলে থাকি। * ল্যারিক্সের হাড়টা নরম থাকায় এমনটি ঘটে। * ১-৩ বছরের মধ্যে হাড়টা শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই শব্দ কমতে থাকে। * সুতরাং, মাকে আশ্বস্ত করাই মূল চিকিৎসা । ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×