ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ২০:১০, ২০ অক্টোবর ২০২০

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ চাঁদপুরের হাজীগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন (১১) ও নাজমুল হাসান (৯) নামের দুই শিশু মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা রাজারগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামের আরমান বেপারী বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফাহিম ও নাজমুল চাচাতো-জেঠাতো ভাই। নিহত ফাহিম ওই বাড়ির প্রবাসি নাছির বেপারীরের ছেলে। সে পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং নাজমুল হোসেন একই বাড়ির জসিম বেপারীর ছেলে ও একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন সকালে ফাহিম ও নাজমুল হোসেন বাড়ীর পুকুরে গোসল করতে যায়। অনেক সময় ধরে খোঁজ না পাওয়ায় বাড়ীর লোকজন পুকুরের ঘাটলায় গিয়ে জুতা দেখে পুকুরে নেমে তাদের সন্ধান করলে ২জনের নিথর দেহ পাওয়া যায়। পরে স্থানীয় উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ দিকে একই সাথে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদেরকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে কয়েক শতাধিক নারী-পুরুষের ভিড় জমে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) ইউনুসকে পাঠিয়েছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
×