ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহ বানু ছেলের কোলে চড়ে এলেন ভোট দিতে

প্রকাশিত: ১৫:৩৮, ২০ অক্টোবর ২০২০

শাহ বানু ছেলের কোলে চড়ে এলেন ভোট দিতে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বয়স প্রায় ৯৫। নাম শাহ বানু। বয়সের ভারে স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। অধিকাংশ সময় বিছানাতেই কাটে। ছেলে মেয়ের সহযোগিতায় বিছানাতেই চলে খাওয়া-দাওয়া। তবুও তিনি ভোট দিতে চান। তাই মায়ের আবদার মেটাতে শেষ পর্যন্ত কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন ছেলে সামসু তালুকদার। বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামের মৃত আমজেদ তালুকদারের সহধর্মীনী শাহ বানু। শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হচ্ছে। এদিন মঙ্গলবার বেলা দুপুরেরর দিকে উপজেলার লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দিতে পেরে তিনি খুব খুশী। ভোট দেওয়া শেষে শাহ বানু বলেন, ‘বাবা বয়স হইছে, যে কোনো সময় আল্লাহ নিয়া যাইবো। আর কখনো ভোট দিতে পারবো কি-না জানি না। তাই ভোট দিতে আইলাম।...” ছেলে সামসু তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে মা খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্ত্বেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে অটল ছিলেন। শেষ পর্যন্ত কোলে করে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিয়ে মা খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করি মা যেন আরও কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন। আওয়ামীলীগের সংগ্রামী নেতা শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন’র মৃত্যুর পর এ আসনটি শুন্য হয়। তাই নির্বাচন কমিশনের সিডিউল অনুযায়ী মঙ্গলবার (২০ আক্টোবর) এখানে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সরেজমিনে এখানে প্রায় প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষ নির্বিশেষে শত শত ভোটারদের স্বত:স্ফুর্ত উপস্থিতি দেখা গেছে।
×