ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মারিয়া ও আশীষ দেবরায়ের কথায় ‘ভুল করে প্রেম আর প্রেম করে ভুল’

প্রকাশিত: ২০:০৯, ১৯ অক্টোবর ২০২০

মারিয়া ও আশীষ দেবরায়ের কথায় ‘ভুল করে প্রেম আর প্রেম করে ভুল’

সংস্কৃতি ডেস্ক ॥ এ সময়ের মিষ্টি কণ্ঠের গায়িকা মারিয়া নতুন গান নিয়ে আসছেন। গানটির কথা লিখেছেন প্রতিভাবান গীতিকার আশীষ দেবরায় এবং গানটির সুর ও কম্পোজিশন করেছেন শান। আশীষ জানান, আমাদের নতুন গান ‘ভুল করে প্রেম আর প্রেম করে ভুল শুধু দুটি হৃদয়কে কাঁদায়’ গানটি দর্শক শ্রোতাদের ভাল লাগবে। খুব শীঘ্রই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করা হবে। আরও কয়েকটি কাজ হবে তবে এই গান দিয়ে আমরা কাজ শুরু করলাম। একাধিক নতুন গান নিয়ে সঙ্গীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন গীতিকার ও সুরকার আশীষ দেব রায়। গান রচনার পাশাপাশি সুরকার হিসেবেও আশীষের খ্যাতি আছে। এই পর্যন্ত আট শতাধিক গান রচনা করেছেন তিনি। আধুনিক গানের পাশাপাশি নজরুল সঙ্গীত গাইতেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আশীষ দেব রায় জানান, বাংলাদেশের দর্শকদের জন্য তিনি নতুন ও ভিন্ন কিছু উপহার দিতে চান। নিজের কিছু মৌলিক গান নিয়ে হাজির হতে চান শ্রোতা-দর্শকদের মাঝে বেঁচে থাকতে চান গানের ভুবনে। এ প্রসঙ্গে মারিয়া জানান, দাদার সঙ্গে কাজ করতে পেরে খুব ভাল লাগছে। আর শান বেশ প্রতিভাবান কম্পোজার ও শিল্পী। আশা করি চমৎকার এক গান উপহার পাবে দর্শক শ্রোতারা। মারিয়ার পুরো নাম মরিয়ম বেগম মারিয়া। বর্তমানে তিনি মরিয়ম মারিয়া নামেই সঙ্গীতাঙ্গনে পরিচিত মুখ। মা রিজিয়া খাতুন সুরেলা কণ্ঠে গান করতেন, শিশু মারিয়ার গানের হাতেখড়ি অনেকটা মায়ের কাছেই। মায়ের শখ ছিল মেয়ে বড় হয়ে পড়াশুনার পাশাপাশি গানের শিল্পী হবে তাই তিন বছরের শিশু সন্তান মারিয়াকে, মা সেই ছোটোবেলায় ভর্তি করিয়ে দেন বাংলাদেশ শিশু একাডেমির যশোর শাখায়। এখানে গান ছাড়াও মারিয়া শিখতেন নাচ এবং ছবি আঁকা। মাঝে কিছুদিন কচিকণ্ঠের আসরেও গান শিখত শিশুশিল্পী মারিয়া। এরপর অন্তর্ভুক্ত হন যশোর সুর বিতান সঙ্গীত একাডেমিতে। পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে কৃতিত্বের সঙ্গে নজরুল ও উচ্চাঙ্গসঙ্গীতের ওপর বিশেষ প্রশিক্ষণ সম্পাদন করেন মারিয়া। মঞ্চের পাশাপাশি রেডিও টেলিভিশনেও ডাক আসতে থাকে। বিটিভিসহ দেশের প্রায় সব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলেই লাইভ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মারিয়া। এছাড়াও মারিয়া কয়েকটি স্যাটেলাইট টেলিভিশনে সঙ্গীত বিষয়ক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
×