ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

শীত সন্নিকটে, যুক্তরাষ্ট্রের ৯ রাজ্যে রেকর্ড সংক্রমণ

প্রকাশিত: ১০:৪৫, ৫ অক্টোবর ২০২০

শীত সন্নিকটে, যুক্তরাষ্ট্রের ৯ রাজ্যে রেকর্ড সংক্রমণ

অনলাইন ডেস্ক ॥ ঠাণ্ডা আবহাওয়া যখন সন্নিকটে যুক্তরাষ্ট্রের নয় রাজ্যে গত সাত দিনে রেকর্ড পরিমাণে নতুন করে করোনা সংক্রমণ ঘটেছে। গত শনিবার দেশটিতে নতুন করে ৪৯ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে মিনোসোটা, কেনটুকি, মন্টানা, উইসকন্সিনে রেকর্ড পরিমাণে। যা গত সাত সপ্তাহের মধ্যে দেশটিতে সবচেয়ে বেশি। এছাড়া কানাসাস, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ডাকোটা এবং উইয়োমিংয়ে গত সপ্তাহে রেকর্ড পরিমাণে করোনার সংক্রমণ ঘটেছে। এসব রাজ্যগুলোতে ইতোমধ্যে ঠাণ্ডা পড়া শুরু করেছে। মন্টানা রাজ্যে গত চারদিনের মধ্যে তিনদিনে রেকর্ড পরিমাণে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। সেইসঙ্গে হাসপাতালে করোনা রোগী ভর্তি হওয়ার সংখ্যাও বেড়েছে। উইসকনসিন রাজ্যেও গত তিনদিনের মধ্যে দুই দিনে রেকর্ড পরিমাণে করোনা রোগী শনাক্ত হয়েছে, হাসপাতালেও রোগী ভর্তির সংখ্যা ঊর্ধ্বমুখী। এছাড়া দেশটির নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা এবং উইনকনসিনে গড়ে নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ। বর্তমানে দেশটিতে গড়ে প্রতিনিয়ত ৪২ হাজার ৫০০ রোগী শনাক্ত হচ্ছে এবং মারা যাচ্ছে ৭০০ জন। যা মধ্য সেপ্টেম্বরে ছিল শনাক্ত ৩৫ হাজার এবং মৃত্যু ছিল ৮০০জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি।
×