ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জ্যোতি হলেন ‘দীপালি’

প্রকাশিত: ২৩:২২, ৫ অক্টোবর ২০২০

জ্যোতি হলেন ‘দীপালি’

স্টাফ রিপোর্টার ॥ নন্দিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। চলচ্চিত্র এবং নাটকে যার অভিনয়গুণে দর্শক মুগ্ধ! জ্যোতি অভিনীত সর্বশেষ মুক্তি পেয়েছে ‘মায়া-দ্য লস্ট মাদার’। এই সিনেমায় তার অভিনয় ভক্ত এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। করোনার শুরুতে ঘরবন্দী ছিলেন জ্যোতি। এরপর স্বাস্থ্যবিধি মেনে একটি সচেতনামূলক তথ্যচিত্রে অংশ নিয়েছিলেন। এবার দীর্ঘ বিরতি পর পুরোদমে কাজে ফিরছেন জ্যাতি! নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির শূটিংয়ে শনিবার (৩ অক্টোবর) থেকে গৌরীপুরে অংশ নিয়েছেন। চলবে ৮ তারিখ পর্যন্ত। প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের শূটিং শুরু করলাম। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন নুরুল আলম আতিক। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এক মফস্বলের মানুষদের গল্প নিয়ে আবর্তিত চলচ্চিত্রের কাহিনী। আমি চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। চরিত্রের নাম ‘দীপালি’। গৌরীপুর আমার নিজের উপজেলা। আমার জন্য মজার ব্যাপার হলো এই প্রথম আমি আমার এলাকায় শূটিং করছি। অনেক তারকা শিল্পী অভিনয় করছেন। গল্পে আমার নায়ক দীপক সুমন। সরকারী অনুদানে নির্মিত হতে যাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’র ২০১৬ সালের দিকে কিছু অংশের শূটিং হয়েছিল। তখন তাতে জ্যোতিও অংশ নেন। মাঝে বাজেট সঙ্কটে পড়েন পরিচালক। তাতে করে অনেকদিন এর শূটিং বন্ধ থাকে। সঙ্কট কাটিয়ে আবারও শুরু হয়েছে ছবিটির শূটিং। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।
×