ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাফুফে নির্বাচন : ৩ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন

প্রকাশিত: ২১:০২, ২৮ সেপ্টেম্বর ২০২০

বাফুফে নির্বাচন : ৩ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বাফুফের নির্বাচন পর্যবেক্ষণে জাতীয় ক্রীড়া পরিদের (এনএসসি) যুগ্ম সচিব তৌহিদুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করাই হবে এই সেলের দায়িত্ব। নির্বাচন ঘনিয়ে এসেছে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা প্রার্থীদের। সালাউদ্দিন-মুর্শেদীর সম্মিলিত পরিষদ প্রচার-প্রচারণায় ঢের এগিয়ে। বিপরীতে হাক-ডাক ছাড়াই এগুচ্ছে বিরোধী পক্ষ। যদিও পরিবর্তনের প্রত্যাশা নিয়ে চমকের অপেক্ষায় শেখ আসলামের নেতৃত্বে সমন্বয় পরিষদ। আচরণ বিধিভঙ্গ, অবৈধ লেনলেন রুখতে নজর আছে নির্বাচন কমিশনের। বসে নেই এনএসসিও। নির্বাচনী কার্যক্রম তাদারকির জন্য গঠন করেছে তিন সদস্যের পর্যবেক্ষণ কমিটি। যদিও ফিফা আইনে বলা আছে, ফেডারেশন নির্বাচনে থাকবে না সরকারি হস্তক্ষেপ। তবে করোনার কারণে ফিফা কিংবা এএফসির কোন প্রতিনিধি পর্যবেক্ষণে না আসার সিদ্ধান্ত নেয়ায় এনএসসির কমিটিই ভরসা।
×