ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের মান অনেক উঁচুতে নিয়েছেন প্রধানমন্ত্রী ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২০

দেশের মান অনেক উঁচুতে নিয়েছেন প্রধানমন্ত্রী ॥ পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জীবিত আছেন বলেই দুর্দিনেও দেশের জনগণ সহযোগিতা পাচ্ছেন। তিনি জীবিত আছেন বলেই আমরা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি, যত ধরনের হতাশা ছিল তা কেটে গেছে। করোনাভাইরাসের সময় আমরা যখন পিপিই, ভেন্টিলেটর নিয়ে ভাবছিলাম, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তখন জনগণের কথা ভাবছিলেন। তিনি দেশে গরিবের মুখে হাসি ফুটিয়েছেন। সারাদেশের গরিব-দুঃখীর সবচেয়ে বড় বন্ধু এবং তৃণমূল মানুষের সবচেয়ে বড় নেতা হলেন শেখ হাসিনা। আমরা খুবই সৌভাগ্যবান যে, শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শহর থেকে তৃণমূল পর্যন্ত বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি বিশ্বের কাছে দেশের মান-ইজ্জত অনেক উঁচুতে নিয়েছেন। এক সময় বাংলাদেশ দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে। এর হাত থেকে দেশকে বাঁচিয়ে উন্নয়নের পথে এনেছেন আজকের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ও তাঁর কন্যার প্রতিটি সিদ্ধান্ত, চিন্তা একই ছিল। তাঁদের উভয়েরই লক্ষ্য জনগণের উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন।
×