ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপে করোনার মধ্যেও উন্নয়নের পথে দেশ ॥ তোফায়েল

প্রকাশিত: ২১:১৪, ২১ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপে করোনার মধ্যেও উন্নয়নের পথে দেশ ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২০ সেপ্টেম্বর ॥ ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, করোনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কার্যকর পদক্ষেপ দেশকে সব ক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্যসহ সব কাজ ভালভাবে চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি অথবা করি তাহলে কোন সমস্যাই আমাদের এখানে থাকবে না। শেখ হাসিনার নির্দেশে আমরা যেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি, তা কোন দলীয় পরিচয়ে দেয়া হয়নি। এখানে দল নেই। গরিব অসহায় সাধারণ মানুষকেই আমরা ত্রাণ দিচ্ছি। রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ছয়শত পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন। ইতোপূর্বে করোনাকালে ৪০ হাজার মানুষের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা মর্যাদাশীল দেশ হিসাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে মর্যাদাশীল দেশ হিসাবে দাঁড়িয়ে থাকব। তিনি আরও বলেন, বন্যায় আমাদের অনেক রাস্তাঘাট ক্ষতি হয়েছে। যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব অচিরেই সংস্কার করা হবে। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণে বিদেশী অর্থায়ন যাতে পাই, সেই ব্যাপারে চেষ্টা চলছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আমরা মানুষের মন জয় করব। ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব প্রমুখ।
×