ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে ইমামকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২০:২৬, ২১ সেপ্টেম্বর ২০২০

গফরগাঁওয়ে ইমামকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ২০ সেপ্টেম্বর ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে বেলদিয়া গ্রামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আজিম উদ্দিনকে (৫৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ তাইজুদ্দিনকে রবিবার ভোরে গ্রেফতার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা গেছে, হাফেজ মাওলানা মোঃ আজিম উদ্দিন প্রতিদিনের মতো সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করে শানিবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফিরছিলেন। নিগুয়ারী গ্রামের সাধুয়া- বেলদিয়া খালের বাঁশের সাঁকো পার হওয়ার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমামের ঘাড়ের পেছনে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে এতে তার ঘাড়সহ বামদিকের চাপা, বাম হাত পেটসহ শরীরে অসংখ্য জায়গায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে যায়। নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, আমার স্বামীকে সাধুয়া গ্রাম থেকে এশার নামাজ পরে বাড়িতে আসার পথে বাঁশের সাঁকোর কাছে ঘাড়ের পেছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পথচারীরা খোঁজ পেয়ে ডাক চিৎকার শুরু করলে আমরা ঘটনাস্থল থেকে থানা পুলিশকে খবর দেই। তিনি আরও বলেন, আমার স্বামীর সঙ্গে প্রতিবেশী জয়েক জনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। আগামী শনিবার এ নিয়ে বৈঠকের তারিখ ছিল। তার আগেই আমার স্বামীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। গাজীপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে খুন করেছে। রবিবার নিহতের অর্ধগলিত লাশ করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহতের নাম- মুনশেফা আক্তার (৩০)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদু মিয়ার স্ত্রী। মুনসেফার বাড়ি একই জেলার মিঠাপুকুর থানার রাঙ্গাপুকুর এলাকায়। নিহতের ভগ্নিপতি আশিক মিয়া ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস (পেয়ারা বাগান) এলাকায় ভাড়া বাসায় থেকে দুদু মিয়া ও তার স্ত্রী মুনশেফা স্থানীয় কাঁচামালের আড়তে দিন মজুরের কাজ করতেন। টাঙ্গাইলে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, গোপালপুরে সেতুর নিচ থেকে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ঝাওয়াইল গ্রামের আজিবর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩৪)।
×