ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:০৪, ১২ সেপ্টেম্বর ২০২০

করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে নতুন করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ এবং সিলেটে এক ব্যক্তিসহ মোট দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১৫১ জনের শরীরে। যার মধ্যে সিলেটে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৮, চট্টগ্রামে ৫৩, বরিশালে ১৩, মাগুরায় ৬ এবং সাতক্ষীরায় একজন। এছাড়া সিলেটে করোনার বিভিন্ন রকম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৪৩ জন। অপরদিকে বরিশালে করোনার উপসর্গ থেকে ১৩ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের হার আরও কমেছে। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ শতাংশের কিছু বেশি। নতুন করে আর কোন মৃত্যুর ঘটনা নেই। নমুনা পরীক্ষার সংখ্যা যা-ই হোক না কেন, শনাক্তের হার কমতে থাকাকে স্বস্তিকর দেখছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয়ের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী আগের দিন বৃহস্পতিবার নমুনা পরীক্ষা হয়েছে ৯৯২ জনের, যার মধ্যে শনাক্ত হয়েছেন ৫৩ জন। সংক্রমণের হার ৫ দশমিক ৩৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৫০ জন। তবে এর মধ্যে ১৩ হাজার ৬৮১ জন সুস্থ হয়েছেন। করোনায় নতুন করে আর কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ২৭৭ জনে স্থিত রয়েছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার মোট ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে ২৭৬ নমুনা পরীক্ষায় ১৬, সিভাসু ল্যাবে ১৬০ নমুনা পরীক্ষায় ৫, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৫০ নমুনা পরীক্ষায় ১৬, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবে ১০৯ নমুনা পরীক্ষায় ১১ এবং বেসরকারী ইম্পেরিয়াল হসপিটালে ৮৫ নমুনা পরীক্ষায় ২ ও শেভরন ল্যাবে ৬২ নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা হয়নি। আক্রান্ত মোট ৫৩ জনের মধ্যে ৪২ জন মহানগর এলাকার এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিলেট ॥ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় শনাক্ত হয়েছেন ৭৮ জন। এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে একজনের। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭৮ রোগী। যার মধ্যে সিলেট জেলায় ৫৩ জন ও সুনামগঞ্জে ২ জন। এদিকে একই সময়ে হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১৪ জন করোনা শনাক্ত হন। বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১৪৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৯১ জন সিলেটের, ৮ জন সুনামগঞ্জের, ২৪ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ২০ জন। সাতক্ষীরা ॥ সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন ৯৩ জন আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন। মৃত গৃহবধূ হলেন, কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আয়ুব সরদারের স্ত্রী নসিরন বিবি (৫৫)। সিভিল সার্জন হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই নারীর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। বরিশাল ॥ জেলায় নতুন করে আরও ১৩ ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার মধ্যদিয়ে মোট ৩ হাজার ৩১৬ করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি নতুন ১৩ সুস্থ হওয়ায় জেলায় মোট ২ হাজার ৮১৭ ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন। নতুন করে করোনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা ৬৬ জন। জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য জানানো হয়েছে। মাগুরা ॥ আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে শুক্রবার পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হলো ৮৬১ জন । জানা গেছে, শুক্রবার আক্রান্ত ৬ জনের মধ্যে পৌর এলাকায় ২ জন, সদর উপজেলায় ২জন, শালিখা উপজেলায় ২ জনসহ মোট ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়েছেন ৭৫৬জন।
×