ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশীদের মালয়েশিয়া প্রবেশের বিধিনিষেধ শিথিল

প্রকাশিত: ০০:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশীদের মালয়েশিয়া প্রবেশের বিধিনিষেধ শিথিল

জনকণ্ঠ ডেস্ক ॥ মাত্র কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশসহ ২৩ দেশের নাগরিকদের ওপর আরোপিত ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ শিথিল করল মালয়েশিয়া। বৃহস্পতিবার বিকেলে দেশটি জানিয়েছে, এখন থেকে অভিবাসন বিভাগের অনুমতি নিয়ে প্রবাসী এবং পেশাদার পাসকার্ডধারীরা মালয়েশিয়ায় ঢুকতে পারবেন। খবর দ্য স্টারের। এ মাসের শুরুতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে ২৩ দেশ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। তিন দিনের মাথায় মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব জানালেন, মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, ‘প্রবাসী এবং পেশাদারদের মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের আবেদনের সঙ্গে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস অথবা সম্পর্কিত সংস্থা থেকে একটি সাপোর্ট লেটার থাকতে হবে।’ নতুন সিদ্ধান্ত অনুসারে মালয়েশিয়ায় স্থায়ী আবাসিকতার অনুমতিপ্রাপ্ত এবং দেশটির নাগরিকদের স্বামী বা স্ত্রীদেরও প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে তারা দেশটিতে প্রবেশ করতে পারলেও এখনই সেখান থেকে বের হতে পারবেন না।
×