ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে করোনা উপসর্গ নিয়ে স্ত্রীর মৃত্যুর পর চলে গেলেন স্বামীও

প্রকাশিত: ২৩:১১, ৬ সেপ্টেম্বর ২০২০

বরিশালে করোনা উপসর্গ নিয়ে স্ত্রীর মৃত্যুর পর চলে গেলেন স্বামীও

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এদিকে খুলনা- ৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু করোনা আক্রান্ত হয়েছেন। করোনার কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১৮৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ করোনা উপসর্গে স্ত্রীর মৃত্যুর মাত্র একদিন পর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে একই উপসর্গে স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার আশোকাঠি মহল্লার। স্থানীয় পৌর কাউন্সিলর গোলাম আহাদ মিয়া জানান, করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে ওই এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশের এসআই আমিনুল ইসলাম (৭০) মৃত্যুবরণ করেছেন। এর পূর্বে গত বুধবার বিকেলে তার (আমিনুল) স্ত্রী রেনু বেগম (৬০) একই উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাজেদুল ইসলাম কাওসার জানান, গত ১ সেপ্টেম্বর আমিনুল ইসলামের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। শুক্রবার রাতে তার পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। এদিকে জেলায় নতুন করে আরও ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে ৩ হাজার ২৩১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনা ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এ ছাড়া পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীরও করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে করোনা পরীক্ষায় তাদের পজিটিভ ধরা পড়ে বলে মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
×