ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

প্রকাশিত: ২১:২০, ৬ সেপ্টেম্বর ২০২০

ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, ৫ সেপ্টেম্বর ॥ মীরসরাইয়ে ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল এক পর্যটকের। ওই পর্যটকের নাম ফাইয়াজ আহম্মদ প্রকাশ খাজু (৪০)। তিনি ফেনীর বরাইপুর গ্রামের মোঃ ইদ্রিসের পুত্র। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার গিরিধারী নামক স্থান থেকে মীরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। পেশায় সে একজন বেকারি পণ্যের ব্যবসায়ী। ফাইয়াজের সঙ্গে থাকা বন্ধু আশরাফুল হক জানান, শুক্রবার ছুটির দিনে তারা ৯ বন্ধু মিলে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসেন। এদের মধ্যে ৪ জন ঝর্ণার ওপরে উঠতে শুরু করেন। ৪ জনের মধ্যে ২ জন ঝর্ণার ষষ্ঠ ধাপে উঠলে অস্ত্র নিয়ে কয়েকজন ছিনতাইকারী তাদের আক্রমণ করে। এ সময় ছিনতাইকারীর আক্রমণের বিষয়ে নিচের ২ বন্ধুকে সাবধান করে ওপরের দুই বন্ধু। নিচের দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ফাইয়াজ আহম্মদ। তিনি ছিনতাইকারীর কথা শুনে আতঙ্কিত হয়ে দ্রুত ঝর্ণা থেকে নামতে গিয়ে পা পিছলে গিরিধারী নামক স্থানের প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায়। পরে অন্য বন্ধুরা নিচে নেমে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইয়াজের লাশ উদ্ধার করে।
×