ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ২১:১৫, ২৭ আগস্ট ২০২০

খুলনায় হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ তেরখাদা উপজেলার গোলাম মোস্তফা মোল্লা হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-ের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আরও ৪ আসামিকে অন্যান্য ধারায় বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদণ্ডের আদেশ দেয়া হয়। বুধবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলেন- আবুল কালাম ওরফে একে মোল্লা, মোতালেব মোল্লা, শওকত মোল্লা, লিয়াকত মোল্লা ও সাদ্দাম। এছাড়া মাহবুব শেখ, আসাদুল মৃধা ও তরিকুল শেখকে ৩ বছর কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং সুরুজ শেখকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদ-ের আদেশ দেয়া হয়। মামলার ২০ আসামির মধ্যে ১১ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। কুষ্টিয়ায় যুবকের মৃত্যুদণ্ড নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, গৃহবধূ পারুল খাতুনকে হত্যার দায়ে প্রতিবেশী এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম কলম মোল্লা (৩০)। সে দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত: ছাগরত আলী মোল্লার ছেলে। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে তিন সন্তানের জননী গৃহবধূ পারুল খাতুনকে (২৮) তার নিজ বাড়ির সামনে পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী আসামি কলম মোল্লা ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই গৃহবধূ পারুল খাতুনের মৃত্যু হয়।
×