ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পলিটেকনিকে ভর্তির নতুন নীতিমালা বাতিল দাবি

প্রকাশিত: ২৩:০২, ১৮ আগস্ট ২০২০

পলিটেকনিকে ভর্তির নতুন নীতিমালা বাতিল দাবি

স্টাফ রিপোর্টার ॥ পলিটেকনিকে সরকার ঘোষিত নতুন ভর্তি নীতিমালাকে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, কোন আলোচনা ছাড়াই শিক্ষা মন্ত্রণালয় কোন বয়সসীমা ছাড়াই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করায় শিক্ষাব্যবস্থায় অরাজকতা সৃষ্টি হবে। অতিরিক্ত বয়স্ক শিক্ষার্থীদের সঙ্গে কোমলমতি শিক্ষার্থী কোনভাবেই এক সঙ্গে বসে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারবে না। এখানে চাঁদাবাজিসহ শ্রেণীকক্ষের ভারসাম্য নষ্ট হবে। তা ছাড়াও বয়স্ক শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। যাতে কারিগরি শিক্ষার মান বজায় থাকবে না। তারা অবিলম্বে এ ধরনের ভর্তি নীতিমালা বাতিলের দাবি জানান। না হলে মাসব্যাপী মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ এবং প্রধানমন্ত্রীর নিকট তা জমা দেয়া হবে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ সেপ্টেম্বর কাকরাইলে আইডিইবিতে প্রতিনিধি সম্মেলন করা হবে বলে। ওই সম্মেলন থেকে বৃহত্তর কর্মসূচী নেয়া হবে। সমন্বয় পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান খান ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলিটেকনিক শিক্ষক সমিতির সম্পাদক এএম জহিরুল ইসলাম, সদস্য সচিব সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি খবির হোসেন, সম্পাদক এ কে এম আব্দুল মোতালেব, বাংলাদেশ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি সিদ্দিক আহমেদ প্রমুখ। এর আগে গত ১ জুলাই শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বর্তমান সরকার চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ৪১ বাস্তবায়নে কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই কারিগরি শিক্ষায় ভর্তির হার বৃদ্ধির লক্ষ্যে এবং বিদেশফেরত দক্ষ কর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে কোন রকমের বয়সের সীমাবদ্ধতা তুলে দিয়েছেন। মন্ত্রী আরও বলেন, অনেক ব্যক্তির হয়তো প্রয়োজনীয় কারিগরি দক্ষতা আছে, কিন্তু তার প্রাতিষ্ঠানিক কোন সার্টিফিকেট নেই এবং সার্টিফিকেট না থাকার কারণে ভাল চাকরি পাচ্ছে না অথবা চাকরি পেলেও ভাল বেতন পাচ্ছে না। সেক্ষেত্রে সে ব্যক্তি যদি চায় এবং যদি তার প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা থাকে তাহলে সে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে। তিনি ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩ দশমিক ৫ থেকে কমিয়ে ২ দশমিক ৫, মেয়েদের ক্ষেত্রে জিপিএ ৩ থেকে কমিয়ে ২ দশমিক ২৫ করার সিদ্ধান্ত দেন। পাশাপাশি ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি এক হাজার ৮২৫ টাকা থেকে কমিয়ে এক এক হাজার ৯০ টাকা করার বিষয়ে সিদ্ধান্ত দেন। তবে তারপর থেকেই কারিগরির খাতের একটি বৃহৎ অংশ এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করছে।
×