ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৫৯, ১৭ আগস্ট ২০২০

করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছেন ২০২৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যু ৩৬৫৭ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৩১৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮টিসহ এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। রবিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৭৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৩৩৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮৮৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪১ হাজার ৭৩৩ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬২ হাজার ৭২ জনকে। আর গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে কোয়ারেন্টাইন করা হয়েছে ১ হাজার ৫২৬ জনকে। এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ৪৪১ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ১ হাজার ৬১১ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৬৭৫ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৫২ হাজার ৭৬৬ জন।
×