ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা পরিস্থিতিতেও শ্রমিকদের চাকরিচ্যুত করেছে সরকার : রিজভী

প্রকাশিত: ১৭:১০, ১৩ আগস্ট ২০২০

করোনা পরিস্থিতিতেও শ্রমিকদের চাকরিচ্যুত করেছে সরকার : রিজভী

স্টাফ রিপোর্টার ॥ মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতেও সরকার শ্রমিকদের চাকরিচ্যুত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় শ্রমিক দল আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর সহযোগিতায় শ্রমিক দল এ বিতরণের আয়োজন করে। রিজভী বলেন, চলমান মহামারির মধ্যে শ্রমিকদের চাকরিচ্যুত করা কেবল অগণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্বব। তিনি বলেন, ডেনমার্কের ট্রেড ইউনিয়ন গরিব, শ্রমিক ও মেহনতি মানুষের প্রতি দরদ থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা থেকে আওয়ামী লীগ সরকারের শিক্ষা নেয়া উচিত। তিনি বলেন, সরকার পাটকল শ্রমিকদের চাকরিচ্যুত করেছে। শ্রমিকদল তার প্রতিবাদে মানববন্ধন করেছে, প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণকালে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম মজুমদার প্রমুখ।
×