ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে

প্রকাশিত: ২০:৪৪, ৭ আগস্ট ২০২০

যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ প্রবল বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় কর্মস্থলমুখী সাধারণ যাত্রীদের লঞ্চের চেয়ে ফেরিতে ভিড় বেশি দেখা গেছে। রাজধানী ঢাকাসহ কর্মস্থলে ফিরছে ঈদের ছুটি শেষে দক্ষিনাঞ্চলের মানুষ। ফেরি ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোটে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। শুক্রবার সকালের দিকে প্রবল বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে উঠে পদ্মা নদী। এ কারণে অধিকাংশ যাত্রীরা ফেরিতে পার হচ্ছে। এদিকে সন্ধার পরে ফেরি চলাচল হয়ে যাওয়ায় কর্মস্থলগামী যাত্রীরা কাঁঠালবাড়ি ঘাটে এসে বিপাকে পড়েছে অনেকে। ভীড়ের চাপে করোনার মহামারির কথা কারও মাথায় নেই। যে কারণে কোথাও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই চোখে পড়েনি। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাতে বন্ধ রাখা হচ্ছে সব ফেরি চলাচল। ফলে উভয় ঘাটে কয়েকশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। শুক্রবার সকাল থেকে তিনটি রো-রো ফেরিসহ ৮টি ফেরি চলাচল করছে। তবে স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়েও বেশি সময় ব্যয় হচ্ছে। পদ্মা উত্তাল থাকায় প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী বহন করা হচ্ছে। ফেরিতে মোটরসাইকেলের চাপ সবচেয়ে বেশি। পাশাপাশি সাধারণ যাত্রীরাও অধিক সংখ্যক ফেরিতে পার হচ্ছে। সকাল থেকে প্রবল বাতাসে স্রোতের গতি বেড়ে নদী উত্তাল হয়ে উঠেছে। বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘ঢাকাগামী যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে ঘাটে। লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।’বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ৮টি ফেরি চলছে। ফেরিতে যাত্রীদের চাপ বেশি। স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাতে বন্ধ থাকছে ফেরি চলাচল।
×