ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী কাল কক্সবাজারে উদ্বোধন করবেন

প্রকাশিত: ০০:১৮, ২২ জুলাই ২০২০

প্রধানমন্ত্রী কাল কক্সবাজারে উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলায় অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কক্সবাজার সদরের খুরুশকুলে নির্মিত ২০ ভবন উপকারভোগীদের মাঝে বিতরণের অনুষ্ঠান বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচীতে রয়েছে, সকাল ১০টায় অতিথিবৃন্দের অনুষ্ঠানস্থলে আগমন ও আসন গ্রহণ। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর ব্যাংকোয়াট হলে আগমন। সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত গণভবন প্রান্ত থেকে প্রকল্পের ওপর সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শন করে সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। এরপর সূচনা বক্তব্য রাখবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুরুশকুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ভবনগুলোর বসতঘর উপকারভোগীদের মাঝে বিতরণের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি অনুষ্ঠানে যোগদান করবেন। খুরুশকুল প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন কক্সবাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এতে গণভবন ও খুরুশকুলের প্রান্ত থেকে নির্ধারিত অতিথিরা অংশগ্রহণ করবেন। সকাল ১০টা ৫০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই প্রধানমন্ত্রী নির্মিত ২০টি ভবন শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং উপকারভোগীদের মাঝে বসতঘরের চাবি হস্তান্তর করবেন।
×