ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার এই সময়ে

প্রকাশিত: ২২:৪৭, ১৮ জুলাই ২০২০

করোনার এই সময়ে

* করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে তৈরি এ্যান্টিবডি ৩ মাসের বেশি স্থায়ী হচ্ছে না। কিংস কলেজ লন্ডন কয়েকদিন আগে প্রকাশ করেছিল। * প্রশ্ন উঠেছিল তাহলে কি পরীক্ষাধীন ভ্যাকসিনও স্থায়ী হবে না। ভ্যাকসিনের এ্যান্টিবডিও কি অচিরেই কমে যাবে? * কিন্তু অক্সফোর্ড ভার্সিটির ভ্যাকসিনের ১ম ট্রায়ালের ফলে দেখা যায় এ্যান্টিবডি শুধু নয় সঙ্গে অনেক ‘টি সেল’ সন্নিবেশ ঘটেছে স্বেচ্ছাসেবকদের রক্তে। সেটাই একটা সফল এবং স্ট্যান্ডার্ড ভ্যাকসিনেশনে ঘটে থাকে। * এই ‘টি সেল’ অনেকটাই ইমিউনিটি প্রদান করে থাকে। সুতরাং এখনই আশার আলো ফুরায় যায়নি। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×