ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে ব্যবসায়ীসহ পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৮, ১৭ জুলাই ২০২০

জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে ব্যবসায়ীসহ পাঁচজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে দেশে আরও কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ায় ব্যবসায়ী ও বৃদ্ধসহ তিনজন, ফরিদপুরে এক নারী এবং সাতক্ষীরায় এক বৃদ্ধ রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরায় কলেজের এক উপাধ্যক্ষ, হবিগঞ্জে এক স্বাস্থ্যকর্মী ও এক শ্রমিক, চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, রংপুরে উপ-স্বাস্থ্য পরিদর্শক, বরগুনার তালতলীতে এক ইউপি চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জে এক বৃদ্ধ। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। নতুন করে অনেকেই আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তা ও পুলিশসহ ২৫ জন, হবিগঞ্জে নয়, নারায়ণগঞ্জে ১৫, ঝালকাঠিতে ছয়, পটুয়াখালীর বাউফলে পিআইওসহ ছয়, নওগাঁয় ৪১, মাগুরায় ১০, লক্ষ্মীপুরে ২৩, নড়াইলে চিকিৎসকসহ ২৯, গাইবান্ধায় ১২, নীলফামারীতে উত্তরা ইপিজেডের ২৪ চীনা নাগরিকসহ ৩৮ জন। বুধবার রাত ও বৃহস্পতিবার এসব তথ্য জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরগুনার তালতলীর কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলতাফ আকন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। এই প্রথম তালতলী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। জানা গেছে, কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলতাফ আকন ৭ জুন জ¦র, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। তার শরীরের অবস্থার অবনতি হলে ১২ জুন তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ১৩ জুন উপজেলা স্বাস্থ্যবিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়ে দেয়। তার শরীরের অবস্থার চরম অবনতি হলে ওইদিনই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। গত ১৬ জুন তার নমুনা পরীক্ষা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তিনি করোনা পজিটিভ। এরপর তার পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাকে তার স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে রেহানা আক্তার, ছেলে মোয়াজ্জেম আকন ও মিজানুর রহমান করোনা পজিটিভ আসে। পরিবারের পাঁচজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এক মাসের অধিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন। বগুড়া ॥ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত করোনা উপসর্গে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা গেছেন আব্দুল হান্নান (৬০)। তার বাড়ি শিবগঞ্জের আটমুল এলাকায়। মাথাব্যথা, জ¦র-সর্দিকাশি নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। একই হাসপাতালে মারা যান ব্যবসায়ী অর্জুন সাহা (৩৮)। তার বাড়ি সদরের মানিকচক সাহাপাড়ায়। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন শুকুর আলী (৭০)। তার বাড়ি নন্দীগ্রামের ভাটবদর গ্রামে। তার আলসার ও হাঁপানি ছিল। ফরিদপুর ॥ ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাবেয়া বেগম (৩৫) নামে এক নারী। বুধবার দিবাগত রাতে করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান তিনি। তিনি শহরের ভাজনডাঙ্গা এলাকার বাসিন্দা। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ সাইফুর রহমান বলেন, ওই নারী গত বুধবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার দিবাগত রাতে তিনি মারা যান। মৃত্যুর পর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সাতক্ষীরা ॥ করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ উপাধ্যক্ষ ও করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও সাতক্ষীরা সুন্দরবন সাইন্স এ্যান্ড বিজনেস কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান (৪৫) এবং তালা উপজেলার সুভাষিনী গ্রামের ছত্রনাথ দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস (৬৫)। এদিকে ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ও তিন পুলিশ সদস্যসহ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৪৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গা ॥ জেলা আওয়ামী লীগের শাখার প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না (৬৩) করোনা আক্রান্তে মারা গেছেন। বুধবার রাত সোয়া ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোশেলন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শামীম কবির জানান, গত কয়েকদিন আগে ফেরদৌস ওয়ারা সুন্নার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। সে সময় তার নমুনা সংগ্রহ করা হয়। করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিন রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুন্নার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের জেলার সর্বস্তরের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। হবিগঞ্জ ॥ হবিগঞ্জে নতুন করে আরও নয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯৯৬ এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল আটজনে। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মাঝে নবীগঞ্জে ছয়জন, হবিগঞ্জ সদর, বাহুবল ও চুনারুঘাটে একজন করে। মারা যাওয়া দু’জনের মধ্যে একজন নবীগঞ্জের স্বাস্থ্যকর্মী এবং অপরজন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সিটি কর্পোরেশনের গলাচিপার এক বৃদ্ধ (৬৫)। এ নিয়ে জেলায় মোট ১২২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৭৫ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৭ জন। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের অফিসের ওয়েবসাইটের করোনার অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে। রংপুর ॥ রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপ-স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম (৪৫) মারা গেছেন। তিনি নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা উপ-স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ৮ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত নজরুল ইসলাম রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারি এলাকার বাসিন্দা। করোনা ছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন । নীলফামারী ॥ উত্তরা ইপিজেডের ২৪ চীনা নাগরিকসহ জেলায় নতুন করে ৩৮ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উত্তরা ইপিজেডে মোট ৩২ চীনা নাগরিকসহ করোনা আক্রান্তের সংখ্যা ৭১ জন হলো। নতুন করে করোনা পজিটিভদের মধ্যে উত্তরা ইপিজেডের ২৪ চীনা নাগরিকসহ ২৮ জন, নীলফামারী পৌর শহরের শাহীপাড়ার ১৫ বছরের এক কিশোরী, বাবুপাড়ায় এক ফার্মেসি মালিক, উকিলের মোড় (কুখাপাড়া) একজন, হাসপাতাল মোড় (ধনীপাড়া সড়ক) একজন, সদরের রামনগর ইউনিয়নের বাহালিপাড়ায় একজন, জলঢাকার কাঁঠালী ইউনিয়নের মধ্য-পশ্চিম কাঁঠালী একজন, শৌলমারী ইউনিয়নের কাজিপাড়ার একজন, সৈয়দপুর উপজেলা শহরের নয়াটলা মন্দির এলাকার একজন, পুরাতন বাবুপাড়া দাউদ ম্যানসন (৭ নম্বর ওয়ার্ড) একজন ও ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামে একজন। এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৩৮৭। চিকিৎসাধীন রয়েছে ১২৬ জন। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৫০১ জন এবং এ পর্যন্ত মৃত ১০ জন। এদিকে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২১৭ জন। নওগাঁ ॥ নওগাঁয় এক চিকিৎসক ও ছয় স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৪১ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩৭ জন। এদের মধ্যে সদরে ছয়জন, আত্রাই, ধামইরহাট ও মহাদেবপুরে একজন করে, মান্দা, বদলগাছি ও পতœীতলায় দু’জন করে, নিয়ামতপুরে চারজন, সাপাহারে ১২ জন এবং পোরশায় ১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৭২ জনকে। এ সময় ছাড়পত্র দেয়া হয়েছে ১৩২ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ৩শ’ জন। নড়াইল ॥ নড়াইলে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। তিনি জানান, এর মধ্যে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রিপন ঘোষসহ ১৫ জন, সদর উপজেলায় ১১ জন এবং কালিয়ায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২১ পুলিশ সদস্য ও ১১ চিকিৎসকসহ সর্বমোট ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ চিকিৎসকসহ ২১৩ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং আটজন মারা গেছেন। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে আরও ২৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১৩ জন, রামগঞ্জে সাতজন এবং কমলনগরে তিনজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা মোট আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগের মতে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৫ জন। এদিন সুস্থ হয়েছেন ৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট শ’ জন। তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল গফ্ফার। মাগুরা ॥ বৃহস্পতিবার মাগুরায় করোনাভাইরাসে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হলো ২৬৬ জন। মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পৌর এলাকায় সাতজন। এর মধ্যে সাতদোহাপাড়ায় দু’জন, কলেজপাড়া, কেশবমোড়, বাঁমতলা, শান্তিবাগ, পারনান্দুয়ালীতে একজন করে মোট সাতজন, শালিখা উপজেলায় দু’জন এবং মহম্মদপুরে একজন মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬৬ জন। মৃত্যু হয়েছে সাতজন। সুস্থ হয়েছে ১৪৯ জন। ঝালকাঠি ॥ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ছয়জন আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলো রাজাপুরের তারাবুনিয়া গ্রামের আল মামুন (২৬) ও নজরুল (১২), পুটিয়াখালী গ্রামের মোঃ মোশাররফ (৩২), রাজাপুরের ইউসুফ আলী (৫৬) ও তাওহিদ (১২) এবং নলছিটির গোরন্ডা গ্রামের কহিনুর (৫৬)। বাউফল ॥ বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাসসহ আরও ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন। মৃতের সংখ্যা সাতজন। সুস্থ হয়েছেন ৪৭ জন। অন্যান্যরা হোম আইসোলেশনে আছেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আখতারুজ্জামান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
×