ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজেএমসির কাছে পাওনা পরিশোধ দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ২০:৪৭, ১৪ জুলাই ২০২০

বিজেএমসির কাছে পাওনা পরিশোধ দাবিতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ জুলাই ॥ বিজেএমসির আওতাধীন পাটকলে কাঁচা পাট সরবরাহকারী ৩ হাজার ক্ষুদ্র পাট ব্যবসায়ী পাওনা ২৬৪ কোটি টাকা দ্রুত পরিশোধের নির্দেশনা চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা। সোমবার পাবনা জেলা প্রশাসকের দফতরে এ স্মারকলিপি প্রদান করেন পাট ব্যবসায়ীদের পক্ষে আব্দুল কুদ্দুস সরকার, শ্রী কার্তিক চন্দ্র সাহা ও আব্দুল লতিফ। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহেদ পারভেজ। স্মারকলিপিতে পাট ব্যবসীরা উল্লেখ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিজেএমসির ২৫টি জুট মিল গত ৩০ জুন বন্ধ ঘোষণা করা হয়। বিজেএমসির এসব মিলে সারাদেশের ৩ হাজার ব্যবসায়ীর কাঁচা পাট সরবরাহ বাবদ ২৬৪ কোটি টাকা পাওনা আছে। মিল বন্ধ ঘোষণা করা হলেও কাঁচা পাট সরবরাহকারীদের পাওনা পরিশোধের বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ২০১৬-১৭ সাল থেকে এখন পর্যন্ত বিজেএমসির কাছে ব্যবসায়ীদের ২৬৪ কোটি ও আদমজী জুট মিলের প্রায় ৫ কোটি পাওনা থাকায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন। এসব পাট ব্যবসায়ীরা আরও উল্লেখ করেছেন, করোনা বিপর্যয়ের কারণে তারা মারাত্মক আর্থিক সঙ্কটের মধ্যে দিন যাপন করছেন। এরপর ব্যাংক থেকে ধার নেয়া এ টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বর্তমানে আর্থিক সঙ্কটে পাট ব্যবসায়ী, হ্যান্ডলিং ও পরিবহন ঠিকাদারদের পালিয়ে বেড়াতে হচ্ছে।
×