ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাতার থেকে ফিরলেন ১৫৯ জন

প্রকাশিত: ০০:১২, ১০ জুলাই ২০২০

কাতার থেকে ফিরলেন ১৫৯ জন

স্টাফ রিপোর্টার ॥ কাতার থেকে আরও একদল যাত্রী দেশে ফিরেছেন। করোনা তা-বে কাতারের রাজধানী দোহায় আটকেপড়া ১৫৯ বাংলাদেশীকে ফিরিয়ে এনেছে বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা। বৃহস্পতিবার দোহা থেকে ১৫৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। দোহায় আটকেপড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম জানান, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত চার মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী আটকে আছেন। ১৬ পুলিশ পরিদর্শককে বদলি স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি’র পাঁচ থানার ওসিসহ ১৬ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। বদলিকৃতরা হচ্ছে খিলগাঁও থানার ওসি মোঃ মশিউর রহমানকে ডিএমপির অপরাধ বিভাগে, হাজারীবাগ থানার ওসি মোঃ ইকরাম আলী মিয়াকে ধানম-ি থানার ওসি পদে, ধানম-ি থানার ওসি মোঃ হুমায়ুন কবিরকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগে, শাহআলী থানার ওসি মোঃ সালাহ উদ্দীন মিয়াকে তেজগাঁও থানার ওসি পদে এবং তেজগাঁও থানার ওসি মোঃ শামীম অর রশিদ তালুকদারকে ডিএমপির প্রফেশনাল স্ট্যান্ডার্ড এ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। অন্য পুলিশ পরিদর্শকদেরও ডিএমপি বিভিন্ন থানা ও বিভাগে বদলি করা হয়েছে।
×