ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ২৩:১৯, ১০ জুলাই ২০২০

উবাচ

আমিও এক কোর্স খেয়ে ... স্টাফ রিপোর্টার ॥ ডাঃ এবিএম আব্দুল্লাহ বলেছেন, আমিও এক কোর্স হাইড্রোক্সিক্লোরোকুইন খেয়ে ফেলেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯ প্রতিরোধে ম্যালিরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করেছিলেন। তখন যুক্তরাষ্ট্রেও ব্যাপকভাবে করোনার প্রতিষেধক হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছিল। তবে পরবর্তীতে কয়েকটি ট্রায়েলে দেখা যায় হাইড্রোক্সিক্লোরোকুইন করোনার প্রতিষেধক হিসেবে কার্যকর নয়। এরপরই মূলত দেশে দেশে হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা চিকিৎসায় নিষিদ্ধ করা হয়। সেই প্রসঙ্গ টেনে ডাঃ আব্দুল্লাহ বলেন, আমি মিথ্যে বলব না আমিও এক কোর্স হাইড্রোক্সিক্লোরোকুইন খেয়ে ফেলেছি। ট্রাম্প খাচ্ছে ওই দেখা দেখিই খেয়েছি। আমার করোনা হয় নাই। এখন হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়ার কারণে হয়নি, নাকি এমনি হয়নি তা আমি জানি না। তবে যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিষেধ করেছে আমি এখন আর ওষুধ কাউকে খেতে বলছি না। তিনি বলেন, করোনা চিকিৎসায় এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। কিন্তু কোন কোন ওষুধ দেয়া হচ্ছে যেগুলো কাজ করছে বলে মনে হয়। তিনি বলেন, এখন আমাদের সামনে কোন উপায় নেই। কোন নির্দিষ্ট ওষুধ নাই কোন ভ্যাকসিন নাই। আমরা তো রোগীকে বিনা চিকিৎসায় মরে যেতে দেখতে পারি না। পরীক্ষা নিয়ন্ত্রণ স্টাফ রিপোর্টার ॥ জবরদস্তি করে নাকি সরকার করোনা পরীক্ষাও নিয়ন্ত্রণ করছে। এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকার করোনাভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষাও নিয়ন্ত্রণ করছে। সরকার জবরদস্তিমূলকভাবে করোনা সংক্রামণ কম এটি জনগণকে দেখানোর জন্য করোনা পরীক্ষা নিয়ন্ত্রণ করছে। কয়েকদিন আগে ১৫ থেকে ১৬ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। এখন তা ১১ থেকে ১২ হাজারে নেমে এসেছে অর্থাৎ নমুনা পরীক্ষা প্রায় চার থেকে পাঁচ হাজারে কমে গেছে। মানুষ যদি পরীক্ষা করতে না আসে তাহলে কি তাদের জবরদস্তিমূলকভাবে বাড়ি থেকে ধরে এনে এনে পরীক্ষা করতে হবে? উঠে দাঁড়াবে স্টাফ রিপোর্টার ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি একদিন উঠে দাঁড়াবে। এই কথার অর্থ কী, তাহলে বিএনপি এখন কোন অবস্থায় আছে? শুয়ে বসেই কি সময় কাটাচ্ছে। ফখরুল বলেছেন, বিএনপি কিন্তু কখনও মাথা নত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। তিনি বলেন, একদিকে স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর অত্যাচার, নির্যাতন করছে। আমাদের কাজ করতে দেয় না। তারপরও বিএনপি কিন্তু কখনও মাথা নত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। আমি বিশ্বাস করি যে, বিএনপি উঠে দাঁড়াবে সেই ফিনিক্স পাখির মতো এবং জয়ী হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আসবেন সামনে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে আসবেন, গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব। সব ধরনের সঙ্কটকে মোকাবেলা করে আমরা জয়ী হব। এটাই আমাদের প্রত্যাশা। ফিনিক্স পাখি থেকে উঠে দাঁড়াতে বিএনপি এখনও দ-প্রাপ্ত দুজনকেই বেছে নিয়েছে। এদের সহায়তায় কি আদৌও উঠে দাঁড়ানো বা দৌড়ানে যাবে!
×