ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে ‘গুরুতর সমস্যার’ মুখে যুক্তরাষ্ট্র ॥ ফাউচি

প্রকাশিত: ১২:২০, ২৭ জুন ২০২০

করোনা নিয়ে ‘গুরুতর সমস্যার’ মুখে যুক্তরাষ্ট্র ॥ ফাউচি

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে সংক্রমণের হার বাড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন সংক্রাম ব্যাধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি বললেন, দেশের ‘গুরুতর সমস্যা’ আছে। দুই মাসের মধ্যে হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের প্রথম ব্রিফিংয়ে ডা. ফাউচি বলেছেন, ‘এটা শেষ করার একমাত্র উপায় হলো একস হয়ে কাজ করা।’ করোনার সংক্রমণ রোধে আরও অনেক পদক্ষেপ প্রয়োজন বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করলেও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রের ‘অগ্রগতির’ প্রশংসা করেছেন। শুক্রবার রেকর্ড ৪০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশে সব মিলিয়ে ২৪ লাখ নিশ্চিত সংক্রমণ হয়েছে এবং মৃত্যু ১ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ১০ গুণ বেশি। এই পরিস্থিতি সামাল দিতে শুক্রবারের ব্রিফিংয়ে গণহারে করোনা পরীক্ষার ব্যাপারে জোর আহ্বান করা হয়েছে, এমনকি যাদের উপসর্গ নেই তাদেরও। করোনাভাইরাস রেসপন্স কোঅর্ডিনেটর ডা. দেবোরাহ ব্রিক্স তরুণ আমেরিকানদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আগে আমরা যেখানে তাদের ঘরে থাকতে বলেছি, এখন বলছি তাদের করোনা পরীক্ষা করাতে।’ তিনি আরও বলেছেন, করোনা পরীক্ষায় এই ‘বড় পরিবর্তন’ হলে কর্মকর্তারা খুঁজে পাবেন ‘উপসর্গহীন ও অল্প আক্রান্তদের, যাদের আগে আমরা কখনও খুঁজিনি।’ ডা. ব্রিক্সের বক্তব্যের পর ডা. ফাউচি বলেছেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন আমরা নির্দিষ্ট কয়েকটি জায়গায় গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছি। দেশের একটি এলাকায় যা হচ্ছে, তার প্রভাব পড়ছে অন্যদের উপর।’ বর্তমান সংক্রমণ বাড়ার কারণ হিসেবে ফাউচি বললেন, রাজ্যের প্রত্যেকটি ক্ষেত্র ‘সম্ভবত আগেভাগেই খুলে দেওয়া হচ্ছে’। সঠিক সময়ে খুললেও ‘স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না মনে করছেন এই শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ, ‘লোকেরা অন্যদের সংক্রমিত করছে এবং তারপর আপনি অন্য কাউকে সংক্রমিত করছেন যিনি ঝুঁকিতে। আপনি যদি সত্যিই মহামারির সমাপ্তি টানতে চান, সত্যিই চান….. আপনার নিজের একটা দায়িত্ব আছে, একটা সামাজিক দায়িত্ব।’ সংক্রমণ থামানো না গেলে দেশের যেসব এলাকা ভালো অবস্থায় আছে তাও খারাপ অবস্থার মধ্যে পড়বে।
×