ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ২৩:৫০, ১৬ জুন ২০২০

কিশোরীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বৃষ্টিতে ভিজেই রাস্তায় দাঁড়িয়ে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে সহস্রাধিক বিক্ষুব্ধ নারী-পুরুষ। সোমবার দুপুরে ইউনিয়নের মাগুড়া চেকপোস্ট বাজারে রংপুর-জলঢাকা সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান মাহামুদুল হোসেন শিহাব মিঞা প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার আড়াই হাজার টাকা প্রদানের তালিকা তৈরিতে অনিয়ম করেছে। প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে সম্পদশালীদের ওই সুবিধা প্রদানে তালিকা দাখিল করে। তালিকায় পাকাবাড়ি, ১৫ থেকে ২০ বিঘা কৃষি জমির মালিক, সচ্ছল ব্যবসায়ীসহ তার নিকট আত্মীয়-স্বজনের নাম অন্তর্ভুক্ত করে। তারা ওই তালিকা সংগ্রহ করে মানববন্ধনে উপস্থিত সাংবাদিকদের দেখিয়ে বলে তালিকার ২৫০ নম্বরে ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের কৃষক আব্দুল হাইয়ের রয়েছে ২০ বিঘা কৃষি জমি ও পাকা বাড়ি। বাড়ির এলাকাটিও দেড় বিঘা জমির ওপর। তিনি এবারে আট বিঘা জমিতে ভুট্টা ও আট বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। রয়েছে হলুদ ও আদার আবাদ। ওই কৃষকের নামে রয়েছে খাদ্যবান্ধন কর্মসূচীর ১০ টাকা কেজি দরে চালের কার্ড। তালিকায় ২৬৬ নম্বরে অন্তর্ভুক্ত হয়েছে ওই কৃষকের ছোটভাই আব্দুল মতিনের নাম। তারও রয়েছে পাকা বাড়িসহ সমপরিমাণ কৃষি জমি। ওই দুই ব্যক্তি ইউপি চেয়ারম্যানের নিকট আত্মীয়। একইভাবে ২৭০ নম্বরে সরকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামও ২৬৭ নম্বরের শরিফুল ইসলামের আর্থিক সচ্ছলতা থাকলেও তালিকায় নাম উঠেছে তাদের। তারা এসব অনিয়ম দুর্র্নীতির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন জেলা প্রশাসকের বরাবরে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাহামুদুল হোসেন শিহাব মিঞার সঙ্গে কথা বলা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মে মাসের ১ তারিখে পত্র পেয়েছি, ৩ তারিখের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছিল। ওই পত্রে প্রধানমন্ত্রীর প্রণোদনার আড়াই হাজার টাকা প্রদানের বিষয়টি উল্লেখ ছিল না।
×