ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী অঞ্চলে একদিনে শনাক্ত ২৩৭ জন

প্রকাশিত: ২৩:৪২, ১৬ জুন ২০২০

রাজশাহী অঞ্চলে একদিনে শনাক্ত ২৩৭ জন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ বিভাগের গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ দিন কেউ মারা যাননি। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৫৬ রোগী। সোমবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডাঃ গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন নওগাঁয় ২২ জন, বগুড়ায় ১৮৬ জন, সিরাজগঞ্জে ৮ জন ও পাবনায় ১১ জন। তবে বিভাগের অপর দুই জেলা নাটোর ও জয়পুরহাটে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি বলে তিনি জানান। ডাঃ গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত দুই হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় এক হাজার ৩৭৭ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ১৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন, নওগাঁয় ২২০ জন, নাটোরে ৮১ জন, জয়পুরহাটে ২৩০ জন, সিরাজগঞ্জে ১৮৩ জন ও পাবনায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ৩০ জন। এখনও জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগী মারা যায়নি। এখন পর্যন্ত রাজশাহীতে তিনজন, নওগাঁয় তিনজন, নাটোরে একজন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ৫৬ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৫৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইনবাবগঞ্জে ৪৭ জন, নওগাঁয় ১২৮ জন, নাটোরে ৪৭ জন, জয়পুরহাট ১১৭ জন, বগুড়ায় ১৩১ জন, সিরাজগঞ্জ ১৬ জন ও পাবনায় ১৮ জন।
×