ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

করোনা ভাইরাসকে জয় করে সেরে উঠলেন ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ১০:২৬, ১৪ জুন ২০২০

করোনা ভাইরাসকে জয় করে সেরে উঠলেন ডা. জাফরুল্লাহ

অনলাইন রিপোর্টার ॥ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ গবেষক দলের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি বলেন, তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাকে এখন সুস্থ বলা যায়। তবে তার কিডনির সমস্যা এবং গত কিছুদিন যে ধকল গেছে তাতে আরও পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হবে। এদিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষায় ডা. জাফরুল্লাহর দেহে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন।
×