ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

মঠবাড়িয়ায় পাঁচ জনের নামে মামলা ॥ স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০০:০৩, ১৪ জুন ২০২০

মঠবাড়িয়ায় পাঁচ জনের নামে মামলা ॥ স্বামী গ্রেফতার

সংবাদদাতা, মঠবাড়িয়া, পিরোজপুর, ১৩ জুন ॥ মঠবাড়িয়ায় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ রহিমা বেগম নামে এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে বরিশাল থেকে স্বামী ইমাম হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমাম উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে। জানা গেছে, জেলার নাজিরপুর উপজেলার আলমগীর হেসেনের মেয়ে দগ্ধ হওয়া গৃহবধূ রহিমা বেগমকে (৩০) ইমাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। বিয়ের কিছুদিন পর থেকেই গৃহবধূ রহিমা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করা হতো। বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে রহিমা প্রথমে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে ওই দিন রাতে রহিমা আবার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন রহিমা বেগমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করনে। অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় দগ্ধ হওয়া রহিমা বেগমের ভাই হাসান বাদী হয়ে শুক্রবার রাতে ভগ্নিপতি ইমাম হোসেনকে প্রধান আসামিসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
×