ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিষ খেয়ে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ২১:৪৪, ১২ জুন ২০২০

বগুড়ায় বিষ খেয়ে মা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর আমষট্ট হিন্দুপাড়ায় বুধবার রাতে বিষের বটিকা (ট্যাবলেট) সেবন করে মারা গেছে মা ও ছেলে। তারা হচ্ছে গ্রামের নিতাই চন্দ্রের স্ত্রী সরস্বতী (৪৫) ও ছেলে রবীন্দ্র (১৮)। পুলিশ জানায়, ওই দিন বিকেলে নিতাই চন্দ্রের সঙ্গে তার স্ত্রী ও ছেলের পারিবারিক কলহ হয়। রাতে মা সরস্বতী ও ছেলে রবীন্দ্র পুকুরে মাছ মেরে ফেলার বিষ ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট হিসেবে পরিচিত) সেবন করে। রাতেই তাদের স্থানীয় হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাপলে নেয়ার পর মারা যায়। এ বিষয়ে মামলা হয়েছে।
×