ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ মোটর বাইক আরোহী আটক

প্রকাশিত: ২৩:৩৯, ১০ জুন ২০২০

ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ মোটর বাইক আরোহী আটক

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৯ জুন ॥ ফেনী-নোয়াখালী সড়কে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকা মূল্যের ২ পাউন্ড সাপের বিষসহ মোঃ ইকবাল হোসেন নামের এক মোটর সাইকেল আরোহীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে ফেনী-নোয়াখালী সড়কের ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিপুরের একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে ওই মোটরসাইকেল আরোহীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এ সময় অপরজন পালিয়ে যায়। র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত রয়েছে। সাপের বিষ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে। আটক মোঃ ইকবাল হোসেন নোয়াখালীর সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়ার মৃত লাতু মিয়ার ছেলে। এ সময় তার সঙ্গে থাকা একটি নম্বরবিহীন মোটরসাইকেল, একটি মোবাইল, দুটি সিম ও একটি মেমো বই জব্দ করা হয়।
×