ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪২ জনের, শনাক্ত ২৭৩৫

প্রকাশিত: ১৫:১৮, ৮ জুন ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪২ জনের, শনাক্ত ২৭৩৫

অনলাইন ডেস্ক ॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৩০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৩৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, দেশে ৫৫ টি ল্যাব চালু আছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫২ টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৬৮ হাজার ৫০৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ হাজার ৫৬০ জন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন এবং চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে এক জন, বরিশালে বিভাগে দুই জন, রংপুরে বিভাগে একজন, রাজশাহী বিভাগে এক জন, ময়মনসিংহ বিভাগে দুই জন, খুলনা বিভাগে দুই জন। ৩০ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী নয় জন।
×