ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেবাচিম হাসপাতালের অর্থপেডিক বিভাগ লকডাউন

প্রকাশিত: ১১:৫৪, ৭ জুন ২০২০

শেবাচিম হাসপাতালের অর্থপেডিক বিভাগ লকডাউন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অর্থপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন করোনায় আক্রান্ত হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালের অর্থপেডিক্স বিভাগকে লকডাউন করা হয়েছে। একই সাথে ওই বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক ও নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন সুদীপ হালদার সাংবাদিকদের জানান, করোনা পজেটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি জানতে পেরে অর্থপেডিক বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে রিপোর্টে ওই বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজেটিভ হয়। এ কারণে পুরো অর্থপেডিক বিভাগকে লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তথ্য গোপন করে ভর্তি হওয়া দুই রোগীকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছে।
×