ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় স্বাস্থ্য বিধি মেনে চলছে গণপরিবহন

প্রকাশিত: ১৮:৪৮, ২ জুন ২০২০

শিমুলিয়ায় স্বাস্থ্য বিধি মেনে চলছে গণপরিবহন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়ায় গণপরিবহনগুলো চলছে স্বাস্থ্য বিধি মেনে। মঙ্গলবার ঘাটে দেখা গেছে স্বাস্থবিধি মেনে চলছে বাসগুলো। ১৪টি পরিবহনের প্রায় সাড়ে ৩শ’ বাস শিমুলিয়া-ঢাকা রুটে চলচাল করে। সব বাসই সচল রাখা হয়েছে। ৫২ সিটের বাসগুলো এখন ২৬ জন করে যাত্রী বহন করা হচ্ছে। নন এসি বাসগুলোতে আগে ভাড়া নেওয়া হলো ৭০ টাকা। এখন ভাড়া নেওয়া হচ্ছে ১২০ টাকা। আর এসি বাসে ১২০ টারস্থলে নেওয়া হচ্ছে ২০০ টাকা। দুই ফিটে একজন করে যাত্রী বসানো হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে নিয়ম অনুযায়ী চলছে বাস। জীবানুনাশক স্প্রে করা হচ্ছে যানগুলোতে। তবে লঞ্চে যাত্রী বেশি। সেখানে সামাজিক দূরত্ব ঠিকভাবে মানা হচ্ছে না। শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ৮৭ টি ফেরি ও সাড়ে ৪শ’ স্পীডবোট চলছে। এছাড়া ১৪টি ফেরিতে করে স্বভাবিক পারাপার চলছে। ঘাটে যানযট নেই। গাড়ি আসলে সাথে সাথে ফেরিতে উঠে যাচ্ছে।
×