ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় নিহত দুই

প্রকাশিত: ২৩:২৭, ১২ মে ২০২০

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১১ মে ॥ শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুজন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলো, ধুলিয়াপাড়া গ্রামের মোঃ মনজের ম-লের ছেলে মোঃ লাল্টু ম-ল (৩৮) ও মোঃ লোকমান ম-লের ছেলে মোঃ অভি (২২)। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে ধুলিয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম ঘটনাস্থল পরিদর্শ করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ জানান, ধুলিয়া গ্রামে খাঁ গোষ্ঠী ও ম-ল গোষ্ঠীর দুটি সামাজিক দল রয়েছে। অধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। এ নিয়ে আগেও মামলা মোকদ্দামা আছে। সোমবার শফিকুল ইসলাম খাঁর সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেন ম-ল সমর্থক লোকমান হোসেন ম-লের বাড়িতে অতর্কিত হামলা করে। সেসময় তারা কুপিয়ে লাল্টু ম-ল ও অভি ম-লসহ ৭ জনকে আহত করে। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু ম-ল ও অভি ম-লকে মৃত ঘোষণা করেন। শেরপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শেরপুরে বসতভিটার সীমানাসংক্রান্ত বিরোধের জের ধরে মালেকা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রবিবার রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মালেকা স্থানীয় মোর্শেদ মিয়ার স্ত্রী ও ৩ সন্তানের জননী। সোমবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে ওই গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে ওই ঘটনায় ৭ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। জানা যায়, রবিবার সন্ধ্যায় ইফতারের পর মোর্শেদ মিয়ার বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আব্দুল গণির ছেলে হানিফ মিয়া ও আব্দুস সামাদের ছেলে মিসকিন মিয়াদের সঙ্গে মোর্শেদ ও তার স্ত্রী মালেকা বেগমের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হানিফ ও মিসকিন মিয়াসহ তাদের লোকজন মোর্শেদের বসতবাড়িতে হামলা চালায়। ওইসময় প্রতিবাদ করতে গেলে মোর্শেদের স্ত্রী মালেকা বেগমকে তারা লাঠি দিয়ে উপুর্যপরিভাবে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় মালেকাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে নিয়ে যাবার পথে মারা যায় মালেকা। কুমিল্লায় যুবক নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে অপরাধমূলক কর্মকা-ে বাধা দেয়া সহ পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আমজাদ হোসেন শিপন নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীরা শিপনের পরিবারের আরও ৬ সদস্যকে আহত করেছে। রবিবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন পেশায় সিএনজি চালক এবং ওই গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহ আলম, শাকিল, দিদারুল আলম ও সাকিব নামে চার জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের নামে সোমবার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেছে। বোয়ালমারীতে আহত ৩৫ সংবাদদাতা বোয়ালমারী থেকে জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে পুলিশের ৯ সদস্যসহ উভয় গ্রুপের ৩৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। রবিবার রাত ৮টায় এই ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের হামলায় পুলিশের একটি গাড়িসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শেখর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসরাফিল মোল্লা জানান, ইফতার শেষে রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তির সমর্থকদের সঙ্গে শেখর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাহিদ আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এতে ৯ পুলিশ সদস্যসহ উভয় গ্রুপের ৩৫ জন আহত হয়। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলেও জানান তিনি।
×